Header Ads

Windows "XP" ইন্সটল করার নিয়মাবলি। জেনে নিন.....



আজকের এই পোষ্টটির মাধ্যমে আমরা Windows "XP" সম্পর্কে যাবতীয় খুটিনাটি তথ্য জানবো। Windows XP কী? এর ব্যবহার , বৈশিষ্ট্য এবং কীভাবে windows XP সেট আপ দিতেহয় তা বিস্তারিত আলোচনা করবো।

Windows XP হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের  তৈরি করা একটি অপারেটিং সিস্টেম। জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমের মধ্যে মাইক্রোসফটের Windows "XP" সবচেয়ে এগিয়ে। এই Windows "XP" সাধারণত সিডি/ডিভিডি থেকে ইন্সটল করা হয়, এছাড়াও সিডি/ডিভিডি রম না থাকলে ইন্সটল করার ক্ষেত্রে ইউএসবি ডিভাইস ( ফ্ল্যাশ ডিস্ক, মেমোরি কার্ড) ব্যবহার করা যায়। Windows "XP" এর উন্নয়নটি ১৯৯০ দশকের শেষের দিকে "নেপটিউন" হিসাবে শুরু হয়, যা ওয়াই এ নির্মিত একটি অপারেটিং সিস্টেম। এছাড়াও পেন ড্রাইভ দিয়েও Windows "XP" ইন্সটল দেয়া যায়। এ বিষয়টি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

তবে আরেকটি বিষয় আছে তা হচ্ছে Windows "XP" ইন্সটল করতে Software লাগে, এটি Software ছাড়া হয় না। তাহলে এবার দেখুন কিভাবে করতে হয় পেন ড্রাইভ থেকে Windows "XP" ইন্সটল। আগে WinToFlash.com এ গিয়ে Software টি ডাউনলোড করে নিন। তারপর
* Unzip করুন।
* Unzip এর পর wintoflash অ্যাপ্লিকেশনটি চালু করুন।
* Windows setup transfer wizard এর পাশের বাটনে ক্লিক করুন।
* Next বাটনে ক্লিক করুন।
* এবার আপনার Windows "XP" সেটআপ ফোল্ডারের লোকেশন ( হার্ডড্রাইভ অথবা সিডি/ডিভিডি থেকে ) এবং আপনার পেন ড্রাইভ এর লোকেশন ঠিক করে দিয়ে Next বাটনে ক্লিক করুন।
* ওকে করুন......এবার পেন ড্রাইভে ফাইল কপি শুরু হবে; কপি শেষ হতে কয়েক মিনিট সময় লাগতে পারে।
* কপি শেষ হয়ে গেলে ওকে বাটন ক্লিক করুন ব্যস তৈরি হয়ে গেলো আপনার বুটেবল Windows "XP" পেন ড্রাইভ। এবার বায়োসে বুট প্রয়োরিটি ইউএসবি ডিভাইস করে দিয়ে অনায়াসে সেটআপ করুন আপনার পছন্দের Windows "XP"।

এছাড়াও Windows "XP" সেটআপ এর জন্য ২ গিগা পেন ড্রাইভের দরকার হবে। পেন ড্রাইভ বুটেবল করার আগে পেন ড্রাইভের সব ডাটা হার্ড ড্রাইভে সেভ করে নিতে হবে। তবে বুটেবল করার পর পেন ড্রাইভকে সাধারণ ভাবেই ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনার পিসি তে মাদারবোর্ড এ USB BooT Option টি থাকতে হবে।

আর যদি Windows "XP" এর Start Button এর নাম পরিবর্তন করতে চান তাহলে প্রথমেই "Resource Hacker" ডাউনলোড ও ইন্সটল করে নিন। "Resource Hacker (TM) Angus Johnson প্রণীত একটি Freeware Utility , যা দিয়ে ৩২ বিট windows executable ও Resource ফাইলগুলোকে দেখা,নাম পরিবর্তন করা, যুক্ত করা, ডিলেট করা এবং Extract করা যায়।

No comments

Powered by Blogger.