Header Ads

যে দেশগুলিতে সূর্য ওঠেনা এবং ডোবেনা। দেখুন বিস্তারিত.........


http://worldwidenewsthejournalist.blogspot.com/2017/11/blog-post_62.html

আমরা প্রায় সবাই জানি যে আমাদের প্রত্যেকের জিবনে প্রতিদিনই একবার করে সূর্য ওঠে এবং একবার করে সূর্য ডুবে যায়। কিন্তু সবার ক্ষেত্রে এমনটি নয়। এই পৃথিবীর কিছু সংখ্যক মানুষ ২৪ ঘন্টা সূর্যের আলোয় আলোকিত হয় এবং কিছু সংখ্যক মানুষ দিনের পর দিন দেখতেই পারে না।

আজকে আপনারা জানতে পারবেন এই রহস্যময় পৃথিবীর কিছু সংখ্যক স্থানের কথা। যেই স্থান গুলোতে সূর্যের আলো থাকে,সূর্য ডুবে না।সাথে সাথে এমন স্থানের কথা যেখানে সূর্য উদয়ই হয় না। এ ঘটনা গুলো ঘটার পিছনে কোনো ভুতুরে কারন আছে তেমনটি কিন্তু নয়। এ ঘটনা গুলো ঘটে সম্পূর্ণ প্রাকৃতিক কারনে।

আসলে পৃথিবী নিজের পয়েন্ট ২৩.৫ ডিগ্রী নর্থের দিকে ঝুঁকে আছে, তাই তার নক্ষত্র অর্থাৎ সূর্যের প্রভাব সব স্থানে সমান নয়। আইসল্যান্ড হলো তার প্রমান, আইসল্যান্ড অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ একটি দেশ। যেখানে আপনি জলপ্রপাত, আগ্নেয়গিরি, হিমবাহ দেখতে পারবেন। গ্রেট ব্রিটেনের পর এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম আইল্যান্ড। এখানে "মে" থেকে "জুলাই"পর্যন্ত সূর্য ডোবে না।তাই প্রকৃতির এই সুন্দর স্থানে "মে" থেকে "জুলাই" দিনের ২৪ ঘন্টা ঘুরে বেড়ানো যায়।

নরওয়ে ইউরোপের সবানডিভিয়ানের অন্তর্গত নরওয়ে দেশের চারিদিক পাহাড়ে ঘেড়া এবং খুব সুন্দর এই দেশের প্রাকিতিক দৃশ্য।"মে" থেকে"জুলাই" প্রায় ৭৬ দিন সম্পূর্ণ সূর্য ডোবে না। যে কারণে এ দেশকে "The Land Of Midnight" স্থানও বলা হয়।

আর নরওয়ের সাউলবার্ড নামক একটি এলাকায় ১০ই এপ্রিল থেকে ২৭ই এপ্রিল পর্যন্ত সূর্য অস্ত যায় না। কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। যার অধিকাংশ বরফে ঢাকা থাকে, আর এই দেশের ইউনিভিক ও নর্থওয়েস্ট টেরিটোরিস এর সমগ্র অংশে, গ্রীষ্মের সময় ৫০ টি সম্পূর্ণ দিন সূর্যের আলোয় আলোকিত থাকে। আর এই দেশ গুলো ছিলো এমন কিছু দেশ যেখানে সূর্য ডোবেনা কিছু সময়ের জন্য।

এখন আমরা জানব এমন একটি স্থানের নাম যেখানে সূর্য ওঠেই না। মুরমান্স,রাশিয়া। মুরমান্স শহরটি ২ ডিসেম্বর ২০১৬ থেকে ১১ই জানুয়ারি ২০১৭ পর্যন্ত সম্পূর্ণ সূর্যের আলো ছাড়া ছিলো। রাশিয়ার ২৯টি শরের মধ্যে মুরমান্স একটি শহর যা পোলারসার্কেলে অবস্থিত। যার কারনে এখানে বছরের কিছু সময় সূর্য সবসময় উদয় থাকে এবং কিছু সময় সূর্য সম্পূর্ণ অস্ত থাকে। এই দিনগুলোকে যে কারণে "polar days" বা "polar nights" বলা হয়।

প্রতিবছর মে থেকে জুলাই পর্যন্ত এখানে পোলার ডেইস চলে অর্থাৎ এখানে সূর্য সবসময় উদয় থাকে। ডিসেম্বর থেকে জানুয়ারী পর্যন্ত পোলার নাইটস চলে। পোলার নাইটের সময় এই স্থানের মানুষেরা অনেক সমস্যায় পরে, তাই এখানে পুলিশ এবং আর্মির সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়। পোলার নাইটস নিয়ে অনেক রাশিয়ান ও হলিউড মুভি তৈরি হয়েছে।

এগুলো সাধারণত ভয়ানক ও ক্রাইম নিয়ে তৈরি হয়েছে। কিন্তু এই সময় এই শহরের বাস্তবিক সৌন্দর্য আগের তুলনায় প্রায় অনেক গুণ বৃদ্ধি পায়।

No comments

Powered by Blogger.