Header Ads

"একটি জম্বি পারে পৃথিবী ধ্বংশ করে দিতে"


http://worldwidenewsthejournalist.blogspot.com/2017/12/blog-post.html

জম্বি কি বা এর অর্থ আসলে কি তা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানিনা। একটি জম্বি কিভাবে পৃথিবীর জন্য সংজ্ঞা তৈরি করতে পারে? এর ব্যাখ্যাই আজকে আমরা জানবো এখান থেকে। 

জম্বি কি? বাংলায় অনুবাদ করলে জম্বি কথার অর্থ হলো জিয়ন্ত মানুষ বা মানুষ খেকো রোগে আক্রান্ত মানুষ। জম্বি বা মানুষ খেকো রোগে আক্রান্ত মানুষের আয়ুকাল সর্বচ্চো ২০ দিন। ইউনিভার্সিটি অব লিকজেস্টার এর জার্নালে একটি বিশেষ তালিকায় দেখানো হয় যে,কিভাবে একটি জম্বি মাত্র ১০০ দিনে পৃথিবীর জন্য সংজ্ঞাময় পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারে।

বিজ্ঞানের ভাষায় জম্বিরা হলো সংক্রামক রোগে আক্রান্ত এমন মানুষ যারা যারা খুব দ্রুত রোগ ছড়াতে পারে। ১৩ শত খ্রিষ্টাব্দে প্লেগ রোগে আক্রান্ত হয়ে ইউরোপের হাজারো মানুষ অল্পদিনের মধ্যেই মারা গিয়েছিলো। তেমনই পৃথিবীর মধ্যে কোনো মহামরী রোগ হঠাৎ করে দেখা দিলেই প্রথম আক্রান্ত মানুষটি হবে প্রথম জম্বি। এই জম্বির ক্ষেত্রে আরেকটি সুস্থ মানুষকে আক্রান্ত করার সম্ভাবনা ৯০%। কাজেই প্রতিটি জম্বি নূন্যতম প্রতিদিন একজন সুস্থ মানুষকে আক্রান্ত করলে ১০০ দিনে পৃথিবীর সমস্ত মানুষ জম্বিতে পরিণিত হবে।

কথাটি শুনতে আশ্চর্য লাগলেও ইউনিভার্সিটির জার্নালে পরিস্কার হিসাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে একজন জম্বি প্রতিদিন একজন সুস্থ মানুষকে আক্রান্ত করলে সেই সুস্থ মানুষটিও প্রতিদিন অন্য মানুষদের আক্রান্ত করতে থাকবে। এর ফলে ১০০ দিনেই পৃথিবীর অর্ধেকের বেশী মানুষ জম্বিতে পরিণত হবে। এর ফলে ইউনিভার্সিটির হিসাব মতে ১০০ দিনে সারা পৃথিবী জুড়ে মানুষ থাকবে ২৭৩ জন। এবং ১০০ দিনে এই জম্বি ৭৫০ কোটি মানুষকে অনায়াসে শেষ করে দিতে পারবে।

২০ দিন পর পর এদের মৃত্যু হলেও এরা ১০০ দিনে পৃথিবী শেষ করে দিতে সক্ষম। অনেকেই জিম্বিতে বিশ্বাস করে না, আবার অনেকেই জম্বির অস্থিত্ব আছে বলে বিশ্বাস করে থাকেন। কিন্তু বিজ্ঞান জম্বি সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন।

No comments

Powered by Blogger.