"ফিজেট স্পিনার এর রহস্য"
বর্তমান সময়ে ফিজেট স্পিনার একটি আলোচিত বিষয়। আশেপাশে সব জায়গায় ফিজেট স্পিনার নিয়ে আলোচনা চলছে। কিন্তু ৯০ ভাগ মানুষই জানেনা যে এই ফিজেট স্পিনার আসলেই কি বা কিসের জন্য তৈরি করা হয়েছিলো। ফিজেট স্পিনার সাধারণত ৩টি কাজে ব্যবহৃত হয়ে থাকে। প্রথমত, ফিজেট স্পিনার শিক্ষা ক্ষেত্রে কিছু কাজে ব্যবহৃত হয়ে থাকে। দ্বিতীয়ত, এটা দ্বারা বিভিন্ন ওয়ার্ডের কাজে ব্যবহার করা হয়। তৃতীয়ত, ফিজেট স্পিনার বাসা-বাড়ির বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে।
ফিজেট স্পিনার সাধারণত অনেক ডিজাইন বা ভার্সনের হয়ে থাকে। কিছু কিছু ফিজেট স্পিনারের ৩টি গিয়ার থাকে।আবার কিছু কিছু স্পিনারের ৫টি গিয়ার থাকে এবং কিছু কিছু স্পিনারের ২টি গিয়ার থাকে। ফিজেট "স্পিনার আসলে কী"? ফিজেট স্পিনার হলো নরমালি এক ধরণের গেজেট বা গেজেটের একটি অংশ। এটা গেজেট হিসেবে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এছাড়াও একটা গেজেটের অংশ হিসেবে গেজেট তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন মেশিন ও ড্রোন তৈরির কাজেও ব্যবহার করা যায়।
ফিজেট স্পিনারটা সর্বপ্রথম আবিষ্কার করা হয় অটিস্টিকদের জন্য। যারা কিনা অটিজম রোগে আক্রান্ত। এটা হয়তো সবারই কম বেশি জানা যে অটিজম আক্রান্ত শিশুরা ছোটখাটো কোনো বিষয়ে আকর্ষিত হয়ে থাকে। আর ফিজেট স্পিনার ঘুড়ানোর সময় কিছু বৃত্তের মত সার্কেল তৈরি হয়ে থাকে এছাড়াও এর মাঝখানে বিভিন্ন রঙের কালার এর পরিবর্তন দেখা যায় আর এই বিষয় গুলোই অটিজম শিশুদের অনেক আকর্ষণ করতো। কিন্তু বর্তমান সময়ে এটা বিভিন্ন গেজেট তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে। অনেকেই স্মার্টনেসের জন্যও এটা ব্যবহার করে থাকে।
No comments