Header Ads

জানা অজানা কিছু তথ্য। জেনে রাখুন......



মানুষের জানার আগ্রহ অপরিসীম, আর আমাদের চারপাশে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত নানান ঘটনা, কতগুলো ঘটনাই আমরা জানতে পারি? পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে কিংবা এখন অনেক তথ্য আছে যা শুনে আমরা মাঝে মাঝে অবাক হই, আশ্চর্য হই কিংবা অনেক সময় হাসিতে ফেটে পড়ি...

আসুন আজকে জেনে নেই তেমন কিছু জানা অজানা মজার কিছু তথ্যগুলো।যেমনঃ

* গুগলের সার্চ বক্সে যদি elgoog.im অর্থাৎ গুগল উল্টা করে লিখে সার্চ দেওয়া হয় তবে তা এমন এক গুগল ওয়েবসাইটে নিয়ে যাবে, যা অরিজিনাল সাইট থেকে সম্পূর্ণ উলটা।

* সারা বিশ্বে  coca-cola'র প্রস্তুত প্রণালী মাত্র দুজন জানে এবং তাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ!!!

* অ্যালেক্সান্ডার গ্রাহাম বেল কখনই তার মা অথবা বউকে ফোন করেনি, কারন তারা দুইজন বধির ছিলো।

* কম্পিউটারের সাথে ব্যবহারের জন্য প্রথম মাউস আবিষ্কার করেন "Douglas Englebart" নামের ভদ্রলোক, ১৯৬৪ সালে সেটি বানানো হয়েছিলো কাঠ দিয়ে।

* নারীদের তুলনায় পুরুষেরা ছোট ছোট অক্ষর ভালো পরতে পারেন, কিন্তু নারীদের শ্রবণশক্তি পুরুষের তুলনায় বেশি।

* পিক্সেলের হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেল।

* হাঙ্গর এর কোনও প্রকার রোগ ব্যাধি হয়না!!!

* এশিয়ার একমাত্র খ্রিষ্টান রাষ্ট্র হলো ফিলিপাইন!!!

* বৈবাহিক জিবনে ৫০ বছর হলে সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেয়া হয় পোল্যান্ডে!!!

* তুলনা মুলক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো পিঁপড়া, যে নিজের ওজনের ৯ গুণ ওজন বহন করতে পারে।।

* এক বক্স তাসের ৪টি রাজা ইতিহাসের ৪ জন বিখ্যাত রাজার প্রতীক। তারা হলেনঃ রাজা দাউদ, আলেকজান্ডার, জুলিয়াস মিজার, এবং শারলিম্যান।

* হিটলারের প্রথম ভালোবাসা ছিলো একজন ইহুদী তরুণী। কিন্তু সাহসের অভাবে হিটলার তার ভালোবাসার কথা সেই তরুণীকে জানাতেই পারেনি। অথচ এই ব্যাক্তিই পরবর্তী জীবনে হত্যা করেছেন বহু ইহুদিকে।

* সিঙ্গাপুরকে বলা হয় সিংহের শহর বা লায়ন সিটি। অথচ বাস্তবে গোটা সিঙ্গাপুরে একটিও সিংহ নেই।

* বিল ক্লিনটন তার প্রেসিডেন্সির ৮ বছরে মাত্র দু'টি ই-মেইল সেন্ট করেছিলেন নিজে।

No comments

Powered by Blogger.