সাত ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য অনন্য অর্জন।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে আজ বুধবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে মি.ডেরেক এ কথা বলেন। স্পিকার বলেন একই বছরে সিপিসি ও আইপিইউ'র মতো বৃহৎ দুটি আন্তর্জাতিক সংগঠনের সম্মেলনের সফল আয়োজন করে বাংলাদেশ বিশ্বের কাছে তার সক্ষমতা প্রমাণ করেছে।
৬৩তম সিপিসি সফল্ভাবে আয়োজন করায় হাইকমিশনার স্পিকারকে আন্তরিক অভিনন্দন জানান।
ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ ২৩ বছরের লড়াই-সংগ্রামের ফসল আমাদের স্বাধীনতা। তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ শাষণে বাংলাদেশ এখন বিশ্ব উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ।
এই তরুণেরা দেশের সম্পদ। তরুণ প্রজন্মকে সংসদ,গণতন্ত্র ও রাজণিতিতে আগ্রহি করে তুলতে হবে এওবং তারুন্যের এ সম্ভাবনাকে কাজে লাগিয়া বাংলাদেশ শিগগিরই মধ্যম আয়ের দেশে পরিণিত হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সিঙ্গাপুরের নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনার বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের নিবিড় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বাণিজ্যিক প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে দু'দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে অগ্রাধিকার বিষয়ে চিহ্নিত করে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
No comments