Header Ads

বিল গেটসের জীবনকাহিনী। জেনে রাখুন...........

http://worldwidenewsthejournalist.blogspot.com/2017/11/blog-post_27.html


উইলিয়াম হেনরি গেটস বা বিল গেটস। এমন কোনো লোক নেই, যে কিনা এই নামটি শুনেনি। আর এর বড় কারণ হলো তিনি ১৩ বছর বিশ্বের সেরা ধনী ছিলেন। বর্তমানেও তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮৫.৬ বিলিয়ন ইউএস ডলার ( ফেব্রুয়ারি ২০১৭ এর হিসেবে)। অথচ, তার জন্ম ছিল ওয়াশিংটনে উচ্চ মধ্যবিত্ত পরিবারে ( ২৮ই অক্টোবর ১৯৫৫)। তার বর্তমান বয়স ৬২।

তার পিতার নাম উইলিয়াম হেনরী গেটস সিনিয়র, যিনি একজন প্রসিদ্ধ আইনজীবি ( অবসরপ্রাপ্ত)। মাতার নাম মেরি ম্যাক্সয়েল গেটস। গেটসের ক্রিস্টিয়েন নামে এক বড় বোন আর লিব্বি নামের এক ছোট বোন আছে। শৈশবে বাবা-মা তাকে আইনজীবী বানাতে চেয়েছিলেন। ১৩ বছর বয়সে তিনি লেকসাইড স্কুলে ভর্তি হন, তিনি স্যাট পরীক্ষায় ১৬০০ এর মধ্যে ১৫৯০ পান এবং ১৯৭৩ এ শরতে হার্ভার্ড কলেজে ভর্তি হন।

তিনি ১৯৮৫ সালের ২০ নভেম্বর মাইক্রোসফট উইন্ডোজ ১.০ সংস্করণ প্রকাশ করেন। বর্তমানে উইন্ডোজ পৃথিবীর একটি অন্যতম কম্পিউটার অপারেটিং সিস্টেম। ১৯৮৫ সালে বিল গেটস এবং পল এলেন একসাথে "মাইক্রোসফট" নামক কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বড় পিসি কোম্পানির মর্যাদা পায়। তিনি ১৯৯২ সালে ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন নামে পুরস্কার লাভ করেন।

তিনি ১৯৯৪ সালের ১লা জানুয়ারী তারিখে মেলিন্ডা ফ্রেঞ্চ- কে বিয়ে করেন। ১৯৯৫ থেকে ২০০৭ এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যাক্তি ছিলেন। ২০০৯-২০১৪ এর মধ্যে তার মোট সম্পত্তি ৪০ বিলিয়ন ডলার থেকে ৮৫.৬ বিলিয়ন ডলারে পউছায়। ২০১৩ থেকে ২০১৪ এর মধ্যে তার মোট সম্পত্তিতে ১৫ বিলিয়ন ডলার যোগ হয়।

প্রথমেই বলা হয়েছে তিনি বর্তমানে বিশ্বের সেরা ধনী। ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসের হিসেবে তার মোট সম্পত্তির পরিমাণ ৮৫.৬ বিলিয়ন ডলার। ২০০০ সালে তিনি "বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন" প্রতিষ্ঠা করেন। ২০০০ সালের জানুয়ারিতে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদত্যাগ করেন।

No comments

Powered by Blogger.