"স্বপ্নের অদ্ভত এবং অজানা কিছু রহস্য"
স্বপ্ন হয়তো কম বেশি সব মানুষই দেখে থাকে। কিন্তু স্বপ্ন আসলে কি এবং কেনো মানুষ স্বপ্ন দেখে এই সম্পর্কে হয়তো অনেকেই পুরোপুরি জানেন না। স্বপ্ন নিয়ে বিজ্ঞান অনেক ধারণা দিয়েছেন ঠিকই কিন্তু এর পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেন নি। আজকে জানবো স্বপ্ন সম্পর্কে অদ্ভত কিছু অজানা তথ্য।
* এমন অনেক মানুষই রয়েছে যারা স্বপ্ন দেখার সময় বুঝতে পারে যে তারা স্বপ্ন দেখছে, এটাকে বলা হয় লুইমিক জিম। এটাকে অনেকে কন্ট্রোল করতে পারে। যারা এটাকে কন্ট্রোল করতে পারে তারা তাদের মন মতো স্বপ্নও দেখতে পারে।
* কেউ যদি চায় যে সে স্বপ্নের মধ্যে বই পরবে তাহলে সে সেটা করতে পারবে না এমনকি স্বপ্নের মধ্যে কেউ ঘড়ির সময়ও দেখতে পারবে না।
* আমরা সাধারণ যে স্বপ্নগুলো দেখে থাকি তার মধ্যে সকালের স্বপ্নগুলো ভড় হয়ে থাকে। এবং প্রত্যেক দেড়-ঘন্টা অন্তর অন্তর আমরা স্বপ্ন দেখে থাকি।
* যদি আপনি স্বপ্ন দেখতে দেখতে জেগে যান এবং স্বপ্নটি যদি সুন্দর হয়ে থাকে এবং তা আপনি আবার দেখতে চান তাহলে সঙ্গে সঙ্গে আবার শুয়ে পড়ুন, ৮০ ভাগ চান্স থাকে যে সেই স্বপ্নটি আপনি আবার সেখান থেকে দেখবেন যেখান থেকে থেকে শেষ করেছিলেন।
* যে যত বেশি স্বপ্ন দেখে তার আইকিউ লেভেল তত বেশি হাই হয়। চিন্তার কোনো কারণ নেই,কারো আইকিউ লেভেল হাই হবার কারনে সে বেশি বেশি স্বপ্ন দেখে থাকে।
* যখন কেউ স্বপ্ন দেখে এবং জেগে জেগে সেই স্বপ্ন নিয়ে কল্পনা করে তখন তখন সে এটা বলতে পারবে না যে তার স্বপ্নটা কোথা থেকে শুরু হয়েছিলো।
* অনেকেই হয়তো ভেবে থাকে যারা জন্ম থেকেই অন্ধ তারা কি স্বপ্ন দেখে থাকে? না তারা স্বপ্ন দেখে না। তারা কেবল স্বপ্নের মধ্যে কোনো গন্ধকে অনুভব করতে পারে এবং কোনো শব্দ শুনতে পারে।
* যদি আপনি বিজ্ঞান বিশ্বাস করে থাকেন তাহলে মানতেই হবে ৩-৪ বছরের শিশুরা কখনোই স্বপ্ন দেখে না। কিন্তু আজ পর্যন্ত এ ঘটনাটি একটি রহস্যই হয়ে আছে।
* যতদিন পর্যন্ত রঙ্গিন টিভি আসেনি ততদিন পর্যন্ত ৯০ ভাগ মানুষই ব্লাক এন্ড হোয়াইট এ স্বপ্ন দেখতো। অনেকেই হয়তো খেয়াল করে দেখেছেন আমরা যখন কোনো সিনেমা দেখি সেখানে সিনেমার মধ্যে স্বপ্নগুলো ব্লাক এন্ড হোয়াইট এ দেখানো হয়।
* কিছু কিছু মানুষ স্বপ্নের মধ্যেই হাটে। এটি একটি মানুষিক রোগ। একে বলা হয় স্লিপ ওয়াকিং। যদি কেউ সম্পূর্ণ ঠিক মতো ঘুম না নেয় তা হলে এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে।
স্বপ্ন মানুষ অনেক রকমের দেখে থাকে। কেউ হাসির, কেউ ভয়ঙ্কর, কেউবা আবার মজার স্বপ্নও দেখে থাকেন।
No comments